লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহে রমজানের স্বাগত মিছিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহে রমজানের স্বাগত মিছিল অনুষ্ঠিত


আরিফুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হয়। বাদ আসর দক্ষিণ তেমুহনী শহীদ আফনান চত্ত্বর হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজার জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়ে সেখানে সংক্ষিপ্ত সভা করে শেষ হয়।

বক্তারা বলেন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ দোকান-পাট বন্ধ রাখতে হবে। গোপনে যদি কোন খাবার হোটেল বা দোকানপাটে খাবার খাওয়ার অবস্থায় আমরা পাই তাহলে সেই দোকান ও দোকানদারদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিবো। এছাড়া মাদক সন্ত্রাসী চাদাবাজির বিরুদ্ধে বক্তারা কঠিন হুশিয়ারি দেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন মাহে রমজানকে সামনে রেখে চুরি ডাকাতি অশ্লীলতা বেহায়াপনাসহ মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানান।

মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা মহিউদ্দিন সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন সদর উপজেলা শাখার সেক্রেটারি তানভীর হোসাইন প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর