রাজশাহীসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার



রাজশাহী প্রতিনিধি

রাজশাহীসহ দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদলের অংশ হিসেবে ১২ পুলিশ সুপারকে বদলি করা হয়।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের (টিআর) পুলিশ সুপার মো. আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার, গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার মো. জাকির হোসেনকে দিনাজপুরের পুলিশ সুপার, শরিফ উদ্দীনকে বরিশালের পুলিশ সুপার, এহতেশামুল হককে ব্রাহ্মণবাড়ীয়ার পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার এবং মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ অধিপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরের পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার, এপিবিএন সদর দপ্তরের পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে গাইবান্ধার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর