বরিশালে বিএনপিকে সাবধানে থাকতে বললেন সেলিমা রহমান



বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে  রবিবার, ৮ ডিসেম্বর ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি েএ আহ্বান জানান।

তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজির খবর আসছে। এগুলো বিএনপি করছে না। বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর নির্যাতিত-নিপীড়িত হয়েছে, জেল খেটেছে। আদালতের দ্বারে দ্বারে ঘুরেছে, বাড়িতে থাকতে পারেনি। এমন পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরা কখনো চাঁদাবাজি করতে পারে না। যারা করছে তাদের ধরিয়ে দিন।

নেতাকর্মীদের তিনি বলেন, দেশ সংস্কারের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা নিয়ে প্রতিটি মানুষের কাছে যাবেন। প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি চায়ের দোকানে বিএনপির ৩১ দফা নিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন এবং খুব সহজ ভাষায় আপনারা বিষয়টি তুলে ধরবেন।

বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মজিবর রহমান সরোয়ার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক নান্নু প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর