Published On: Tue, Oct 18th, 2016

আলোচিত চিত্রনায়িকা বুবলি এবার চুক্তিবদ্ধ হলেন “মা” ছবিতে

হালের আলোচিত চিত্রনায়িকা বুবলি এবার চুক্তিবদ্ধ হলেন আরও একটি ছবিতে। কালাম কায়সার পরিচালিত এই ছবিটির নাম “মা”। ছবিটিতে বুবলির বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। কালাম কায়সার পরিচালিত এই ছবিটির শুটিং শুরু হয়েছিল চলতি বছরের শুরুতে। তখন ছবিটির নায়িকা ছিলেন অপু বিশ্বাস। কিন্তু ছবিটির শুটিং শুরুর কয়েকদিন পর থেকেই অপু বিশ্বাসের অনিমিয়িত উপস্থিতির কারণে ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। তবে বেশ লম্বা সময় অপু বিশ্বাসের জন্য অপেক্ষা করেও তাকে আর না পাওয়ার কারণে ছবিটির নায়িকা হিসেবে বুবলিকে নেওয়া হয়েছে। আর এ কারণে ছবিটির চিত্রনাট্যও আনা হয়েছে পরিবর্তন। নতুন করে এই ছবির চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ। জানা গেছে খুব শীগ্রই ছবিটির শুটিং শুরু হবে।

Share Button

About the Author