Published On: Tue, Oct 18th, 2016

‘বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন’

বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) মেরুদণ্ডহীন আখ্যায়িত করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘নতুন যে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে সেটি যেন বর্তমান কমিশনের মত মেরুদণ্ডহীন না হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশনের বিকল্প নেই। সরকারের এটাই প্রত্যাশা করি।’

মঙ্গলবার দুপুরে রংপুরে তিনদিনে সফরে এসে তার বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি চীনের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরে এসে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ না করায় ক্ষোভ প্রকাশ করে এরশাদ বলেন, আমরা যখন রাষ্ট্রক্ষমতায় ছিলাম তখন চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। চীনের রাষ্ট্রপতি সফরে এসে সংসদের বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ না করায় আমরা ব্যথিত ও ক্ষুব্ধ।

তিনি বলেন, বিদেশে রাষ্ট্র ও সরকার প্রধান সফরে এলে তিনি কার কার সঙ্গে কথা বলবেন সে সিডিউল তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। কি কারণে বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাতের সিডিউল করা হয়নি সে বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। বিষয়টি জানতে পারলে তা গণমাধ্যমকে জানানো হবে।

এসময় অন্যদের মধ্যে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Share Button

About the Author