Published On: Wed, Sep 7th, 2016

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যনজটের সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল থেকে ঢাকার পথে গরুর ট্রাকের চাপের কারণে চন্দ্রা থেকে মির্জাপুর এলাকা পর্যন্ত ৩০ কিলোমিটার যানজট দেখা দেয়। বেলা বাড়ার পরে ওই রুটে গাড়িগুলো চলছে থেমে থেমে। এতে দুভোগে পড়েছেন যাত্রী সাধারণ।

হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান জানান, সামনে কোরবানির ঈদের কারণে উত্তরবঙ্গ থেকে গরুভর্তি ট্রাকগুলো ঢাকায় আসছে। এতে রাত থেকে ঢাকামুখি গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট সুষ্টি হয়েছে। ওই মহাসড়কে কয়েক হাজার গাড়ি চলছে ধীর গতিতে। তীব্র এ যানজটে দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা।

মির্জাপুর উপজেলায় যানজটে আটকা যাত্রী জাকির হোসেন জানান, সকালে টাঙ্গাইল থেকে বাসে রওনা হয়ে চারঘণ্টা যানজটে আটকা রয়েছেন তিনি। সকাল থেকে গাড়িগুলো থেমে থেমে চলছে। তিনি কখন বাসায় ফিরবেন এ নিয়ে চিন্তায় আছেন। সূত্র: যুগান্তর

Share Button

About the Author