Published On: Wed, Sep 7th, 2016

বিয়ের আগেই সিঁদুর পরলেন শ্রাবন্তী : দেখে নিন সেই ছবিগুলো

‘দ্য রয়্যাল জার্নি বিগিনস্…’। ধুমধাম করে গত ৬ জুলাই এনগেজমেন্ট সেরে ফেলেছেন শ্রাবন্তী। তাঁর জীবনসঙ্গী সুপারমডেল কৃষ্ণ ভিরাজ। আগামী বছর হয়তো বিয়ে করবেন এই কাপল। কিন্তু বিয়ের আগেই সিঁদুর পরলেন শ্রাবন্তী। কেন জানেন? আসলে বাড়ির কালীপুজোতে সকলের সঙ্গে সিঁদুর খেলাতে মাতেন নায়িকা। দেখে নিন সেই ছবি।— ফেসবুকের সৌজন্যে।

image 2 image 3 image 4 image 5 image 6 image 7 image 8

Share Button

About the Author