Published On: Tue, Sep 6th, 2016

২০১৬ বিপিএল অংশ নেবে ৭টি দল

২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল বাড়ছে। এটি ওপেন সিক্রেট হিসেবে ছিলো কয়েকদিন। তবে এভার প্রকাশ্যে। শুরুতে নতুন দল হিসেবে রাজশাহী আর খুলনার নাম শোনা গেলেও, টিকছে কেবল রাজশাহী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)

এক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ফলে, বলে দেয়া যায় যে, আগামী ছয় নভেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের চতুর্থ আসরে দেখা যাবে সাতটি দলকে।
রাজশাহীর নামে আগেও বিপিএলে দল ছিল। দুরন্ত রাজশাহী নামের সেই দলটি ২০১২ ও ২০১৩ সালে বিপিএরের প্রথম দু’টি আসরে খেলেছিল।
যদিও, বিপিএলের নতুন এই দলটির মালিকানা কে পেতে যাচ্ছে সেটা জানা যায়নি। তবে, সূত্রের খবর মতে, বিসিবির আগামী বোর্ড মিটিংয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।

Share Button

About the Author