Published On: Sun, Sep 4th, 2016

আবারও আসছে নুসরাত ফারিয়া

নতুন নায়িকা নুসরাত ফারিয়া গেল ঈদে বাদশা-দ্য ডন ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচনায় আছেন। এবার তার অভিনীত আরও একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি শুটিং শেষ হয়েছে ‘প্রেমী ও প্রেমী’র। শোনা যাচ্ছে, ছবিটি আগামী ৭ অক্টোবর মুক্তি পেতে পারে। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটিতে ফারিয়ার সাথে  আছেন আরিফিন শুভ। ছবিটিতে একজন ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে দেখা যাবে শুভকে। ফারিয়া বলেন, কাজ করতে গিয়ে বান্দরবানে অসুস্থ হয়ে পড়ি। ওই সময়টায় জাকির হোসেন রাজু স্যার  নিজের মেয়ের মতো করে সেবা-যত্ন করেছেন। উনার এ ভালোবাসার কথা  কখনই ভুলব না। ‘প্রেমী ও প্রেমী’র কাহিনী ও চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে। শুটিং হয়েছে বাংলাদেশের বান্দরবান, কক্সবাজার ও ঢাকায় এবং ভারতের কলকাতায়।

Share Button

About the Author