Published On: Fri, Sep 2nd, 2016

রাজধানীতে অর্ধকোটি টাকার জালনোট উদ্ধার

রাজধানীর পল্টন ও কোতোয়ালি থানা এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৫২ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে। এ ঘটনায় জাল নোট তৈরির সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার রাতে পল্টন ও কোতোয়ালি থানা এলাকায় পৃথক দুটি বাসায় অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে জাল নো্ট তৈরির কাগজ, কালি, গোপন সুতা, ডাইস, কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়।

Share Button

About the Author