Published On: Fri, Sep 2nd, 2016

১২ সেপ্টেম্বর সৌদি আরবে ঈদুল আজহা

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার পবিত্র জিলহজ্ মাসের চাঁদ দেখা যায়নি। জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হওয়ায় আগামী ১২ সেপ্টেম্বর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি সুপ্রিম কোর্ট ও চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে শুক্রবার আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘ বৃহস্পতিবার নতুন চাঁদ দেখা যায়নি। এর মানে হচ্ছে ঈদুল আজহার প্রথম দিন হবে ১২ সেপ্টেম্বর।’ সেই হিসেবে জিলহজ মাসের ৯ তারিখ বা আরাফা দিবস হবে ১১ সেপ্টেম্বর ।

সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তবে পুরো বিষয়টিই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

বাংলাদেশে শুক্রবার পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ্‌ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা বিষয়ক বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছিল।

Share Button

About the Author