দীর্ঘ বিরতির পর ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়ে আবারও ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে টাইগাররা । ইংল্যান্ড সিরিজের পর চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তারপর আগামী বছরের মার্চে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা।
শ্রীলঙ্কা সফরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী এই সফর হবে বলে জানিয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) কমিটমেন্ট অনুযায়ী আগামী বছরের মার্চে বাংলাদেশ শ্রীলঙ্কা সফর করবে। এটা হবে পূর্ণাঙ্গ একটি সিরিজ।’
চলতি বছরের ১৯শে জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় ২০১৬/১৭ সালের আন্তর্জাতিক ও ঘরোয়া মৌসুমের সূচির অনুমোদন দেওয়া হয়। সেই সভায় বলা হয়েছিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডই বাংলাদেশকে সফরের প্রস্তাব দিয়েছিলো।
জানা গেছে এই সিরিজে দুইটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। নিজেদের এফটিপি সূচী অনুযায়ী ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে লঙ্কানরা।
এরপর মে মাস পর্যন্ত এফটিপি সূচী অনুযায়ী তাদের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। তাই এই সময়ের মাঝে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে বিসিবিকে আমন্ত্রন জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য ২০১৮ সালের জানুয়ারী-ফেব্রুয়ারীতে এফটিপি সূচী অনুযায়ী বাংলাদেশে ফিরতি সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের।
Comments are closed.