Published On: Tue, Aug 23rd, 2016

সুইডেনে গ্রেনেড হামলায় এক শিশু নিহত

সুইডেনের গোথেনবার্গ শহরের একটি ফ্ল্যাটের মধ্যে ছোঁড়া গ্রেনেড বিস্ফোরিত হয়ে আট বছরের এক শিশু নিহত হয়েছে।

যুক্তরাজ্যের বার্কিংহাম থেকে সুইডেনের বিসকপ্সগার্টেন এলাকায় আত্মীয়র বাসায় মা ও বোনের সঙ্গে বেড়াতে এসেছিল ইউসুফ ওয়ারসেম।খবর দ্যা ইনডিপেন্ডেন্টের।

সোমবার গভীর রাতে এক দুর্বৃত্ত ফ্ল্যাটের জানালা দিয়ে ভেতরে একটি গ্রেনেড ছুঁড়ে মারে। এতে মা ও বোনের সঙ্গে ঘুমিয়ে থাকা ইউসুফ ছাড়াও পাঁচ শিশুসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।

হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এ বৃটিশ স্কুলছাত্র।

পুলিশের মুখপাত্র থমাস ফাক্সবার্গ জানান, গত বছর একই এলাকায় এক ব্যক্তি নির্বিচার গুলি চালানোর সময় গ্রেফতার হয়েছিল। তার ধারণা, সোমালীয়দের গোষ্ঠীগত দ্বন্দ্বের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে।

Share Button

About the Author