লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে বাম কাঁধে সফল অস্ত্রোপচারের পর টাইগার পেসার মোস্তাফিজুর রহমান দেশে ফিরেছেন। আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি। লন্ডনে অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ওয়ালেস মোস্তাফিজের অস্ত্রোপচার করেন। দেশে ফেরার আগে গত ১৭ আগস্ট মোস্তাফিজ আরেকবার চিকিৎসকের কাছে চেক আপের জন্য যান। ওয়ালেসের সঙ্গে দেখা করার পর জানা যায়, অস্ত্রোপচার-পরবর্তী কোনো জটিলতা নেই তার বাঁ কাঁধে। মোস্তাফিজের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছিলেন, মোস্তাফিজের ক্ষত শুকিয়ে আসছে। তাকে পুনর্বাসনের একটি পরিকল্পনা দেয়া হয়েছে। ঢাকায় ফিরে সেটাই অনুসরণ করা হবে। পাশাপাশি বিসিবির একটি সূত্র থেকে জানা যায়, দেশে ফেরার পর পুনর্বাসনের জন্য মোস্তাফিজের দায়িত্ব দেয়া হবে ফিজিও বায়েজেদুল ইসলামের উপর। সাসেক্স ছেড়ে দেয়ার পর মোস্তাফিজ যুক্তরাজ্যপ্রবাসী এ জি এম সাব্বিরের বাসায় অবস্থান করছিলেন।
পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমতো চললে ৫ থেকে ৬ মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন মোস্তাফিজ। সবকিছু ঠিকঠাক থাকলে টেনিস বলে বোলিং শুরু করতে পারবেন এক মাস পর থেকেই।

দেশে ফিরছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান
- প্রথম ভারতীয় মহিলা হিসেবে যুব অলিম্পিকে সোনা জিতলেন মানু
- মেসির এখনও বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে : জর্জ সাম্পাওলি
- আফ্রিকা নেশনস কাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে তিন নম্বরে মোহাম্মদ সালাহ
- নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা গোল্ডকাপ টুর্নামেন্টের জেলা পর্যায়ে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
Comments are closed.