Published On: Tue, Aug 2nd, 2016

নির্বাসন শেষে আবারো মাঠে নামছেন আশরাফুল

বাংলাদেশের ক্রিকেটে যখন তারকা খেলোয়াড় বলার মত কেউ ছিলো না, তখন ক্রিকেট ভক্তদের হৃদয়ের বড় অংশ দখল করে ছিলেন এক আশরাফুল ইসলাম। বিশ্বের ক্রিকেট পরাশক্তি দেশ গুলোর বিরুদ্ধে ম্যাচ জেতানোর অনেক কৃতিত্ব আছে তার। সেই আশরাফুল প্রায় আড়াই বছর ধরে ক্রিকেট থেকে নির্বাসিত।

নির্বাসন থেকে কিছুটা মুক্তি মিলেছে টাইগার আশরাফুলের। শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসরের খেলা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএলের জন্য যাবতীয় প্রচেষ্টায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দেড় মাস পরে শুরু হতে যাচ্ছে বিসিএল। বিসিএল খেলতে কোনো সমস্যা নেই আশরাফুলের। ১৪ আগস্ট থেকে সব ধরনের ক্রিকেটে আশরাফুল অংশ নিতে পারবেন বলে এর আগে জানানো হয়।

তবে বিসিএলে খেলতে কোনো সমস্যা নেই আশরাফুলের। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছেন দেশের ক্রিকেটের এই লম্বা আসর। এখানে আশরাফুলকে দেখতে পাবেন তার ভক্তরা।

অ্যাশের বয়স এখন ৩২ ছুঁইছুঁই। ফিটনেস আর মানসিক মনোবলই দিচ্ছে প্রেরণা। বর্তমানে ব্যাট হাতে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই ব্যাটসম্যান।

বর্তমান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে তরুণদের সাথে লড়াই করেই মাঠে ফিরতে চান তিনি।

Share Button

About the Author