মো. শাহীন আলম, ভ্রাম্যমান প্রতিনিধি সুনামগঞ্জ:: জামালগঞ্জ উপজেলায় সাচ্না বাজার ইউনিয়নে ভরতপুর চানপুর গ্রামে অতর্কিত হামলায় মুক্তিযোদ্ধা পরিবারের ৩জন আহত। আহত গয়চান বিশ্বাস (৬৫),বাদী হয়ে গত ২৪শে ডিসেম্বর বৃহস্পতিবার জামালগঞ্জ থানায় মামলা করা হয়। মামলার পর আসামীদের গ্রেপ্তার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অনীল তালুকদারের ছেলে অলক তালুকদার (২০) কে ধাওয়া করিলে পার্শ্ববর্তী বিশম্বরপুর থানায় দৌড়াইয়া পালিয়ে যায়। সেখান থেকে জামালগঞ্জ থানার এস আই সেলিম আহমেদের নেতিত্বে সংঙ্গীয় ফোর্সসহ আসামিকে গ্রেপ্তার করে জামালগঞ্জ থানায় নিয়ে আসে। এব্যাপারে জামালগঞ্জ থানার এসআই সেলিম আহমেদ বলেন বাকি আসামিদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

Comments are closed.