Published On: Thu, Nov 12th, 2015

ভোলায় মোটরসাইকেলে প্রাণ গেল শিশুর

ডেইলি খবর, ভোলা : ভোলা জেলার  চরফ্যাশন উপজেলায় আহম্মদপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় তানভীর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত তানভীর আহম্মদপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চরফ্যাশন থানার কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সকালে শিশু তানভীর হাজিরহাট-নুরাবাদ সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তানভীরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।

Share Button

About the Author

-