Published On: Wed, Nov 11th, 2015

সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেইলি খবর, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পানিতে ডুবে আহসান মিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার বড়দল গ্রামে এই ঘটনা ঘটে। সে বড়দল (নতুনহাটি) গ্রামের সাহিদুল মিয়ার ছেলে। বড়দল গ্রামের বাসিন্দা ৭নং ওয়ার্ডের ইউ.পি সদস্য সামায়ুন কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। এক পর্যায়ে পাশ্ববর্তী কেন্দুয়া নদীতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

Share Button

About the Author

-