বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
১০ সেপ্টেম্বর: আজ বুধবার সকাল ১০টায় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সার পক্ষে ইউনিয়নবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য ফর্সার বিরুদ্ধে লিখিত অভিযোগ এনে প্রশাসনের কাছে অপসারণের আবেদন করেছেন। তবে ইউনিয়নবাসীর দাবি—অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর প্রতিবাদে সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, চেয়ারম্যান ফর্সা এলাকায় শিক্ষা, সামাজিক উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কারসহ সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা বলেন, “জনগণের সেবককে মিথ্যা অভিযোগে সরানোর চেষ্টা অন্যায়। আমরা তার পাশে আছি।”
মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সঠিক তদন্ত ছাড়া যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। একইসাথে চেয়ারম্যান ফর্সাকে দায়িত্বে বহাল রাখার দাবি জানান তারা।
এ বিষয়ে চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা বলেন, “আমি সবসময় জনগণের সেবায় নিয়োজিত থেকেছি। মিথ্যা অভিযোগে আমার মানহানি করার চেষ্টা চলছে। ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থনই প্রমাণ করে, আমি সঠিক পথে আছি। প্রশাসনের কাছে অনুরোধ, বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে জনগণের স্বার্থে আমাকে দায়িত্বে বহাল রাখা হোক।”
একটি মন্তব্য পোস্ট করুন