বকশীগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


 


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জে ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে বাট্টাজোড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জিন্নাহ বাজারে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব সরকার। 

বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ, উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু, উপজেলা যুব দলের সহসভাপতি মাসুদ হাসান নিরব, বাট্টাজোড় ইউনিয়ন যুব দলের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর