বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা বাতিল ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

 



রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি


জামালপুরের বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের স্বেচ্ছাচারিতার মাধ্যমে তৈরি করা খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা বাতিল ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নিলাখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, যুবদল নেতা সানী মিয়া, রফিকুল ইসলাম , রুবিনা বেগম, পাংখা আলী প্রমুখ।

বক্তারা অনিয়ম , দুর্নীতির মাধ্যমে প্রস্তুত করা খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা বাতিল করে নতুন করে অসহায়, দুস্থ ও চাহিদা সম্পন্ন পরিবারকে অন্তর্ভুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় তারা নিলাখিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা ও ইউপি সদস্যদের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ তদন্ত করার দাবি জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর