রায়পুরে ইউনিয়ন ছাত্রদল নেতার উপর হামলার অভিযোগ



আরিফুল ইসলাম (লক্ষ্মীপুর):

রায়পুর উপজেলাধীন ৩নং চরমোহনা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সায়েম আহমেদ নাঈমের উপর হামলার অভিযোগ উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু সমর্থিত লোকদের বিরুদ্ধে।

জানা যায়, নাঈম উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুর রহমান ভূইয়ার সমর্থিত হওয়ায় তার উপর এই হামলা করা হয়।

হামলায় গুরুতর আহত অবস্থায় নাঈমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

খবর পেয়ে তৎক্ষনাৎ তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয়। 

এসময় তিনি তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা আমরা এর তীব্র নিন্দা জানাই। আমার ছাত্রদল কর্মীর গায়ে যে বা যাহারাই আঘাত করেছে অতিদ্রুত তাদের বিচার চাই।

এঘটনায় এখন পর্যন্ত কোন আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় নেতাকর্মীরা ফেইসবুক ও সামাজিক মাধ্যমে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর