বান্দরবানে ঝটিকা সফরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সিনিয়র সচিব নাসিমুল গনি



আজ ৩ রা মে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সিনিয়র সচিব  নাসিমুল গনি বান্দরবান পার্বত্য জেলা সফর করেন।

সিনিয়র সচিব মহোদয়ের বান্দরবান সফর উপলক্ষ্যে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত‍্য জেলার আয়োজনে “জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন শীর্ষক আলোচনা সভা” জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম‍্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সিনিয়র সচিব  নাসিমুল গনি   বলেন, পৃথিবীতে যত রাষ্ট্র আছে সেখানে পুলিশ আছে। পুলিশ সমাজেরই অংশ। আমাদের দেশে পুলিশের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে তা উদারচিত্তে আলোচনা হওয়া উচিত। 

তিনি বলেন, পুলিশের সাথে জনগণের দূরত্বের গোড়ায় যেতে হবে। জনগনের বিপক্ষে পুলিশকে দাঁড় করানো যাবে না। 

তিনি  আরও বলেন, ইতিহাস আমাদের শিখিয়েছে- অস্ত্র নয়, জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রকৃত শক্তি। পুলিশ যদি সত্যিকার অর্থে জনগণের পাশে থাকে, তবে তারা "ভয়ের প্রতীক" নয়, বরং হয়ে ওঠে "ভরসার আশ্রয়''।

নাসিমুল গণি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সিনিয়র সচিব বান্দরবান জেলায় আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেন  বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)। 

মতবিনিময় সভায় জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  কর্মকর্তা     শিক্ষক,  প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ,  সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ,খেলোয়াড়, অর্থনীতিবিদ, শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ, উপস্থিত ছিলেন।



অসীম রায় (অশ্বিনী) 

বান্দরবান

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর