জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি:
এলাকার স্থানীয় বাজারে হুমকি দিয়ে, নিজ গ্রামে,লোকজন নিয়ে অতর্কিত হামলা করে এম,কামরুল ইসলাম এর গ্যাং, লিটন ফকির, হারুন অর রশীদ গেন্দা,নারিকেলির মিলন ও তার সকল গ্যাং সবাই মিলে গ্রামের মানিকের দোকানের সামনে এসে নিরস্র কয়েকজন লোক সেখানে বসা অবস্থায়, মারধর এবং কামরুল ইসলাম দোকান পাট ভাংচুর করে তার সকল গ্যাং এর পোলাপান লুটপাট করেগ্রামের অসহায় নারী ও শিশুদের উপর রাতের আধারে নির্যাতন ও হামলা করা হয়। রাম দা ও দেশিও অস্র দিয়ে এলাকার অসহায় মানুষের ঘর বাড়ি কুপিয়ে অবস্থা গুরুতর হয়ে যাওয়ায় বাড়ির পাশের ধানের ক্ষেত নষ্ট করে স্থানীয় লোকজনকে কুপিয়ে আহত করে। এসময় এলাকার মানুষ তাদের ভয়ে বাড়ি থেকে অন্য গ্রামে আশ্রয় নেয়। হাসপাতালে রোগী চিকিৎসকের কাছে নানারকম হুমকির মাঝে হাস্পাতালে না রাখার অযুহাত দিয়ে দুইজন কে ছুটি দেয় ডাক্তার, তবে রোগীর অবস্থা খুব খারাপ। বৃদ্ধ মহিলা কে হাসপাতালে রেখে দেওয়া হয়। ইসমাইল নামের এক ব্যক্তি মৃত্যু শয্যায়।আব্দুর রাজ্জাক এর স্ত্রীর হাত ভেংগে দেয় কামরুল এর সন্ত্রাসী বাহিনী। তারপরও হুমকি দিয়েই চলেছে কামরুল এবং তার অনুসারীরা।স্থানীয় লোকজন এবং পুরো গ্রামবাসী কামরুল ও তার সকল অনুসারীকে অবিলম্বে বিচার এর জন্য জোর দাবি জানাচ্ছি
একটি মন্তব্য পোস্ট করুন