বিগত এক বছরে বান্দরবানে ৪০২ জনকে আইনী সহায়তা, ১২ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়



বান্দরবান জেলা লিগ্যাল এইড অফিস থেকে বিগত এক বছরে সরকারি খরচে ৪০২ জনকে আইনী সহায়তা প্রদান করা হয়েছে এবং প্রি ও পোস্ট কেইসের মাধ্যমে ১২ লাখ ২৮ হাজার ৭০০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

২৮  শে এপ্রিল সোমবার  সকালে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালী শেষে আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন বান্দরবান জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ জামিউল হায়দার।

তিনি জানান, সরকারি আইন সহায়তা কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে জেলা জজ আদালত ভবনের নিচতলায় জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে মোট ৪০২ জন (নারী-২৫২, পুরুষ-১৫০) কে আইনী পরামর্শ প্রদান করা হয়েছে। এ সময়ে প্রি ও পোস্ট কেইসের মাধ্যমে মোট ১২ লাখ ২৮ হাজার ৭০০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।

এছাড়া, বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) মাধ্যমে প্রি-কেইসের মধ্যে মোট ৬০০টির মধ্যে ২১৫টি এবং পোস্ট-কেইসের মধ্যে মোট ৮৮টির মধ্যে ৩৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। প্রি ও পোস্ট কেইস নিষ্পত্তির মাধ্যমে উপকার পেয়েছেন মোট ৬৬৫ জন (নারী-২৫৬, পুরুষ-৩৪৯ ও শিশু-৬০)। নতুন এবং চলমান মামলার জন্য ১৬৮ জনের পক্ষে প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

আইনগত সহায়তা প্রচারের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি মাসিক সভা ২টি, সেমিনার ১টি, উঠান বৈঠক ১টি, প্রাতিষ্ঠানিক গণশুনানি ২টি, সচেতনতামূলক সভা ৩টি, প্রচারণামূলক সভা ৩টি, প্রশিক্ষণ ২টি এবং বান্দরবান সরকারি মহিলা কলেজে শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।

জেলা ও দায়রা জজ মোঃ জামিউল হায়দার বলেন, মামলার দীর্ঘসূত্রিতা ও জট নিরসনে লিগ্যাল এইড কার্যক্রমের সফলতা উল্লেখযোগ্য। জাতীয় পর্যায়ের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে প্রি ও পোস্ট কেইসে ২৫২ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৮১ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এই সময়ে উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা/বিরোধের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ১২১টি এবং আইনি সহায়তার মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২৪১টি। 

১ লাখ ২৬ হাজার ৩৭২ জন অসহায় কারাবন্দিকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে।

সকাল সাড়ে ৮টায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে র‍্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলাজজ আদালতের সামনে এসে র‍্যালী শেষ হয়। পরে জেলা জজ আদালতের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

তার আগে বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালী উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোঃ জামিউল হায়দার ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ জামিউল হায়দার। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন সভা সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুন পাল, বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার হোসনে আরা বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম,  জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ আবুল কালাম,  পিপি মোঃ আলমগীর চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

সোমবার সকালে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বান্দরবান জেলা ও দায়রা জজ মোঃ জামিউল হায়দার এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যলী করা হয়। 

বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালী উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোঃ জামিউল হায়দার ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।


অসীম রায়(অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর