বান্দরবানে আই ইম্মা উলামা পরিষদের সংবাদ সম্মেলন



নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি বান্দরবানের আলেমদের।

নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল এবং নারী সংস্কার কমিশন পুনর্গঠনসহ ৩ দফা দাবি জানিয়েছে বান্দরবানের আলেম সমাজ। 

২৮ এপ্রিল সোমবার  সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে আই ইম্মা উলামা পরিষদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

আই ইম্মা উলামা পরিষদের উপদেষ্টা আবুল কালাম বলেন, আমরা আলেম সমাজ এ সরকারকে সমর্থন করেছি কিন্তু সমর্থন করার মানে এই নয় যে যা ইচ্ছা তাই করবে। নারী কমিশন যে প্রস্তাবনা দিয়েছে এটা ইসলাম বিরোধী। ৯২ শতাংশ মুসলিমের দেশে এধরনের প্রস্তাবনা খুবই জঘন্য কাজ। বিতর্কিত প্রস্তাবনা দিয়ে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা নারী সংস্কার কমিশন পুনর্গঠন করার দাবি জানাই। তা না হলে আরো বৃহৎ পরিসরে আন্দোলন করতে বাধ্য হবো।

বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে ইসরাইলকে ওআইসির মাধ্যমে চাপ দিয়ে বিচারের আওতায় আনতে হবে। ফিলিস্তিনে আহতদের বাংলাদেশে এনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওআইসিকে সক্রিয় করার জন্য প্রধান উপদেষ্টাকে তার ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান আই ইম্মা উলামা পরিষদের সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামী, সাধারণ সম্পাদক বাজার জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মইন, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আবুল কালাম, মাওলানা বদিউল আলম মাওলানা শোয়াইবুল ইসলামসহ বান্দরবানের বিভিন্ন মসজিদের ইমাম-খতিবরা উপস্থিত ছিলেন।



অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর