মধুপুর কুড়ালিয়া ইউনিয়নে জামায়াতের ইফতার আয়োজন

 
মধুপুর কুড়ালিয়া ইউনিয়নে জামায়াতের ইফতার আয়োজন


মোঃহাফিজুর রহমান, মধুপুর প্রতিনিধি:
টাংগাইল মধুপুর উপজেলাধীন  কুড়ালিয়া ইউনিয়নে ইফতার মাহফিল আয়োজন করেন বাংলাদেশ জামায়েত ইসলামী মধুপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। 

আজ(৯মার্চ২০২৫) ইং রোজ রবিবার ১নং কুড়ালিয়া ইউনিয়নে পবিত্র মাহে রমজানের সর্বস্তরের মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী মধুপুর উপজেলা শাখা ১ নং কুড়ালিয়া ও মহিষমারা জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ ।

উক্ত ইফতার সমাবেশে সভাপতিত্ব করেন- ডাঃ মোরশেদ আলম,সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ংকুড়ালিয়া ইউনিয়ন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ মোন্তাজ আলী, এমপি প্রার্থী (মধুপুর ও ধনবাড়ি) (টাংগাইল-১) আসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃবোরহানুল ইসলাম, জেলা কর্মপরিষদ বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা।
অধ্যাপক আব্দুল কাদির,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা।
মাও.মোঃরিজুয়ানুল্লহ খান, সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা।
মাও. মোঃমোকাদ্দেছ আলী,বাইতুলমাল সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা।
মাও.মোঃইকবাল হোসাইন, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর পৌরসভা।
মোঃনাসির উদ্দিন, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং মহিষমারা ইউনিয়ন।
মোঃদুলাল মিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিষমারা ইউনিয়ন।

পরিচালনায়- মোঃমামুন আজাদ, যুব বিভাগ সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা। ইফতারের আগ মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যাপক মন্তাজ আলী, তিনি ইফতারের আয়োজক  কমিটিকে ধন্যবাদ জানান  এবং সকলের সাথে একত্র ইফতার করতে পেরে নিজেকে সৌভাগ্য মনে করেন। সকলের সাথে মিলেমিশে ইফতারের মাধ্যমে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি হয় বলে জানান তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর