রায়পুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন করেন উপজেলা প্রশাসন



আরিফুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ মার্চ সোমবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ইমরান খান এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান।

এবারের দিবসে "দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ পূর্ববর্তি প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী করণীয় বিভিন্ন সতর্কতা ও সচেতনতামূলক বার্তা জানাতেই দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে দুর্যোগ কি ও দুর্যোগের প্রকার ভেদ, দুর্যোগ পূর্ববর্তি প্রস্তুতি ও পরবর্তী করনীয়, দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর দুর্যোগকালে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুর্যোগ পূর্ববর্তী সময়ে সরকারি ও বেসরকারি সেচ্ছা সেবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি গ্রহনের পরামর্শ প্রদান করা হয়। দুর্যোগ পূর্বাভাস পাওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারণা করে জনসচেতনা বৃদ্ধির পরামর্শ প্রদান করা হয়। বিপদ সংকেত পাওয়া মাত্র প্রয়োজনীয় কাগজ পত্র টাকা পয়সা, গুরুত্বপূর্ন  দ্রব্যসামগ্রী পশুপ্রাণী ও পরিবারের বয়ষ্ক, অসুস্থ, ও প্রতিবন্ধী ব্যক্তি থাকলে তাহাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়। ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে ক্ষতি গ্রস্থ ব্যক্তি যাতে শুধু এনজিও কিংবা সরকারি সাহায্যের অপেক্ষায় বসে না থেকে অন্যকে সাহায্য করে সেই সব বিষয়ে পরমর্শ প্রদান করা হয়। শুধু মাত্র রিলিফের মূখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে সচেষ্ট হতে পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানদ্বয় ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ব্যক্তিবৃন্দ।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর