পরশুরাম (ফেনী) প্রতিনিধি:
তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে' প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার(২মার্চ) সকালে নির্বাচন অফিসের সামনে থেকে একটি র্যালী শুরু হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্কাউটের সদস্যরা অংশ নেন।
র্যালী শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা ইফতেখার হাসান ভূইয়া, পৌরসভা জামায়াতের আমীর মো মোস্তফা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছের নাফিছ,পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল কাদের মিনার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভোটের কথা মানুষ ভুলে গেছে। ১৬ বছর ফ্যাসিবাদের কবলে পড়ে ভোটাধিকার হারিয়েছে মানুষ। ভোটের অধিকার আর হরণ করতে দেয়া হবে না। কখনো কেউ ভোটের অধিকার হরণ করার চেষ্টা করলে জুলাই-আগস্টের বিপ্লবের মতো আমরা আবারও ঐক্যবদ্ধ হব।
একটি মন্তব্য পোস্ট করুন