নন্দীগ্রাম হাট কড়ই বাজার সমাজ সেবা সংস্থার উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নন্দীগ্রাম হাট কড়ই বাজার সমাজ সেবা সংস্থার উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


মোঃ আরাফাত হোসেন, বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার হাট কড়ই বাজার সমাজ সেবা সংস্থার উদ্যোগে বেশ কয়েকটি এলাকায় অসহায় পরিবারের মুখে হাঁসি ফুটানোর জন্য ও পবিত্র মাহে রমজান আনন্দ ভাগাভাগি করার জন্য কিছু ইফতার সামগ্রী অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন।ইফতার সামগ্রী মধ্যে রয়েছে মুড়ি,গুড়,কালাই,খেজুর,তৈল সহ বিভিন্ন প্রকার খাবার ছিল।হাট কড়ই বাজার সমাজ সেবা সংস্থা সব সময় অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন ও সবসময় সহযোগিতা করে যাচ্ছেন।

সেই সময় উপস্থিত ছিলেন, হাট কড়ই বাজার সমাজ সেবা সংস্থা সভাপতি মো: আমিনুর মোল্লা, সাধারণ সম্পাদক মো: শোয়াইব মন্ডল, সাবেক সভাপতি আবু তালহা মো: আল আমীন, সাংগঠনিক সম্পাদক ক্বারী মিকাইল হোসেন, আব্দুর রহিম,সেলিম হোসেন, আবু তোহা প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর