গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় মোতাহার হোসেন (৪৪) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দীন জানান,অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার সিংগারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সদস্য মোতাহার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী মোতাহার। এছাড়া মারপিট,ভাংচুর ও চুরির অভিযোগে রোববার রাতে দায়েরকৃত মামলায় উপজেলার চকাদীন গ্রামের জাফর আলীর ছেলে এনামুল শাহা (৪৮),একই গ্রামের আব্দুল জব্বার শাহার ছেলে বেলাল হোসেন(৫২),কাইছার আলীর ছেলে আবেদ আলী (৫২),আব্দুল জব্বারের ছেলে হেলাল উদ্দীন (৫০) কে গ্রেফতার করা হয়েছে। একই রাতে আদালতের পরোয়ানামুলে উপজেলার অলংকার দীঘি গ্রামের মমতাজের ছেলে লুৎফর রহমান এবং পুর্ব বালুভরা গ্রামের রবি চরনের ছেলে সুমন কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মো: গোলাম মোরশেদ, রাণীনগর,নওগাঁ।
তাং-২৪-০২-২০২৫।
মোবা:-০১৭২৮ ৪৮১৬০৬।
একটি মন্তব্য পোস্ট করুন